কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাসের টিকা আবিষ্কারে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব। বিভিন্ন দেশ ইতিমধ্যে করোনার বিভিন্ন ভ্যাকসিন পরীক্ষা করছে। ইতিমধ্যে মানুষের শরীরেরও এর পরীক্ষা চালানো হয়েছে। এবার করোনার চোখের টিকার সুসংবাদ দিয়েছে জাপান। তারা বলছে জুলাইয়ে তারা করোনার ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে।
সোমবার দেশটির প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে বলেন, আমরা আশা করছি আগামী জুলাই মাসে করোনাভাইরাসের চিকিৎসায় ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করব।
দেশটির সংসদে বাজেট কমিটিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ইউনির্ভাসিটি টোকিও, ওসাকা ইউনির্ভাসিটি ও জাতীয় রোগ সংক্রামক ইনিস্টিটিউটসহ কয়েকটি প্রতিষ্ঠান ভ্যাকসিনটি তৈরিতে কাজ শুরু করেছে।
ইতিমধ্যে দেশের বাইরে ভ্যাকসিন পরীক্ষা শুরু হয়েছে উল্লেখ করে অ্যাবে বলেন, আমি আশা করছি বিশ্বে অভিজ্ঞদের মাধ্যমে টিকা দ্রুতই পাওয়া সম্ভব হবে। গত মাস থেকে জাপানে করোনার বিরুদ্ধে যুদ্ধে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, চলতি মাসের শেষের দিকে করোনার চিকিৎসার জন্য সরকার এন্টি-ফ্লু ড্রাগ অ্যাভিগান অনুমোদন দেবে।