জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে রাধারমণ উৎসবে চ্যানেল আই চ্যাম্পিয়ন বাউলিয়ানা শারমিনের বিচ্ছেদ গানে মুগ্ধ হয়েছেন জনতা। চ্যানেল আই সেরা কণ্ঠ সালমার পর শারমিনের সুরের যাদু ভক্ত-শ্রোতাদের হৃদয় কেড়েছে।
জানা যায়, ১৮৩৩ ইং সালে জগন্নাথপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী কেশবপুর গ্রামে জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন এশিয়া মহা দেশের ধামাইল গানের জনক জমিদার বৈষ্ণব সাধক কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ। ১৯১৬ ইং সালে তিনি পরলোক গমণ করেন।
এদিকে-প্রতি বছরের মতো এবারো রাধারমণের ১০৪ তম প্রয়ান দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী রাধারমণ উৎসবের আয়োজন করা হয়। প্রথম দিনে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ সালমা। দ্বিতীয় দিন ১২ নভেম্বর মঙ্গলবার রাতে গান পরিবেশন করেন ২০১৬ সালে চ্যানেল আই চ্যাম্পিয়ন বাউলিয়ানা শারিমন। এছাড়াও গান পরিবেশন করেন আইডল তারকা শ্রাবণ কুমার জুয়েল, বাউল শিল্পী হারুন মিয়া সহ বাউল ও কণ্ঠ শিল্পীগণ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সালেহা পারভীন প্রমুখ।
এ সময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) নব গোপাল দাশ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না, যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া, ছমির আলী, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শিশু, পরিষদ নেতা কামরুল হাসান তেরা মিয়া, টুনু মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সমাজকর্মী জাকির হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।