জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে ধান কিনতে লটারি

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সরকারি বরাদ্দ থেকে কৃষকের সংখ্যা বেশি হওয়ায় কৃষকদের কাছ থেকে ধান কিনতে লটারি হয়েছে। ১০ মে রবিবার জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রব, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া প্রমুখ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, ৫ হাজার ৬৫৯ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১ হাজার ৮৬৩ জনের কাছ থেকে জনপ্রতি ১ থেকে ২ টন করে ধান ক্রয় করা হবে।