মসজিদ গুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখেই জুম্মার নামাজ আদায়

37

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ও সামাজিক দূরত্ব বজার রাখার নির্দেশ মেনেই শুক্রবার হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জুম্মার নামাজ আদায় হয়েছে। শুক্রবার (৮ মে) মুসল্লিদের পরস্পরের মধ্যে দূরত্ব রেখে নামাজের কাতারে দাঁড়াতে ও নামাজ পড়তে দেখা গেছে। এদিকে রমজানের দ্বিতীয় জুম্মা হলেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রথম জুম্মার নামাজ মসজিদে এসে আদায় করতে পেরে খুশি হন ও স্বস্তি প্রকাশ করেন মুসল্লিরা। এছাড়া দোয়া নামাজ পড়তে এসে মুসল্লিরা করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। এদিকে দরগা মসজিদ ছাড়াও নগরী ও শহরতলীর বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখেই জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়।