রিপলু চৌধুরী
শুনে আসছিলাম এতোদিন
আইসিইউ এনাইসিইউ সিসিইউ
মৃত্যুর সময় কৃত্রিম শ্বাস প্রশ্বাসের
জীবন্ত এক তরী।
২০২০সালে করোনা ভাইরাস এসে
নতুন করে শিখিয়ে দিলো
নতুন আর একটি যন্তের নাম
তাহা হলো আইসোলেশন,
আমি আজ আইসোলেশন যাত্রী
বাড়ি সামনে এ্যাম্বুলেন্স গাড়ি
উঠে পরলাম গাড়িতে
নিয়ে গেল হাসপাতালে।
হাসপাতালের নির্জন এই নিরবতা নতুন এক হাসপাতাল এর নাম
করোনা আক্রান্ত রুগী কোয়ারান্টাইন
ডাক্তার নার্সদের চেনার কোন উপায় নাই।
দেখতে অনেকটা চাঁদের দেশে উঠার ড্রেসের মতো
নতুন এক নাম ড্রেস পিপিই
নিরিবিলি চিকিৎসা শুধু এ্যাম্বুলেন্সের শব্দ মাঝে মধ্যে
আমাকে কয়েকজন তুলে নিল ধরে।
সেই নতুন যন্ত্রের উপরে যাকে বলে আইসোলেশন
এখানে এক নতুন নিয়মনীতি
আপন মানুষ থাকতে পারবে না পাশে
মৃত্যু যদি হয় আজ তাহা সবি জেনে।
এতো কষ্ট মেনে নিতে পারছি না
অনেক টা ফাঁসির মৃত্যুর মতো
তফাৎ টা এখানে ফাঁসি হয় আইন অনুসারে
এখানে যদি মৃত্যু হয় ঈশ্বর তাহা জানে।
আমার তখন গায়ে প্রচন্ড জ্বর
দম বন্ধ হয়ে আসছে মুখে তখন ভেন্টিলেটর
অক্সিজেন ও কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিছি ভেন্টিলেটরের সাহায্যে
টিপ টিপ শব্দ পালস অস্কিমিটার ও নানান যন্ত্রপাতির শব্দ।
স্বাস্থ্যসেবা সম্মন্ধে তথ্য সবাই মেনে চলুন
তাহলে হয়তো বাঁচতে পারেন করোনা হতে
যেন শুনে এমন মৃত্যুর যন্ত্রণায় পরনা কেউ
আপন মানুষ তোমাকে দেখতে পাবেনা উভয় কষ্ট পাবে।