কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটে করোনা উপসর্গ নিয়ে এক মাওলানার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত মাওলানা সিলেটের গোয়াইনঘাট উপজেলার
ডৌবাড়ি ইউনিয়নের খলারচটি গ্রামের মাওলানা আবু বক্কর। সোমবার রাত ৯টার দিকে খলার চটি গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা রোগ ব্যাধিতে ভুগছিলেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও গত কয়েকদিন ধরে তার জ্বর, স্বর্দি-কাশি ও মাথাব্যথা ছিল।
নিহত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিল কিনা তা শনাক্ত করতে নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রেহান উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার মাওলানা আবু বক্কর’র শরীর থেকে করোনাভাইরাস শনাক্ত করার জন্য প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করে পরীক্ষা করার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়েছে।
এ দিকে রাতেই গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মাওলানা আবু বক্করের দাফন সম্পন্ন করা হয়। দাফনকালে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব ও থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদসহ থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।