কাজিরবাজার ডেস্ক :
করোনা ভাইরাস মোকাবিলার জন্য ১১ কোটি ৫০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোকা-কোলা, বাংলাদেশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে এই অর্থ দিয়ে সারাদেশে প্রায় ৫০ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। শুধু তাই না, স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও স্বাস্থ্য কিট সরবরাহের মাধ্যমে বহুজাতিক এই কোম্পানি দেশের স্বাস্থ্য অবকাঠামো মজবুত করার চেষ্টা করছে। সেবা সংস্থা কেয়ার-এর সঙ্গে যুক্ত হয়ে কোকা-কোলা এটি বাস্তবায়ন করছে। এছাড়া, ডাক্তার, নার্স, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী যাতে তাদের কাজ ঠিকমতো করতে পারে, সে লক্ষ্যে তাদের পানির প্রয়োজন মেটানোর প্রয়াস নিয়েছে কোকা-কোলা কোম্পানি।
এ বিষয়ে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাজোরিয়া বলেন, ‘আমরা একটি সংকটকালীন অবস্থার মধ্যে রয়েছি। এ সময়ে যারা আমাদেরকে সুরক্ষা দিতে কাজ করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই যুদ্ধে সবাই একসঙ্গে আছি। আমরা আশাবাদী, এই সমস্যা থেকে বের হয়ে আমরা আরও শক্তিশালী একটি জাতি হবো।’