অন্যরকম

37

শিরিন আফরোজ

ছেলেমেয়ে বলে শুধু
লাগে না কিছু ভালো,
আর কতো দিন চলবে এমন
ঘরে থাকা বলো?
পড়ায় তাদের মন বসে না
স্কুল ও তো বন্ধ,
বিষাক্ত ভাইরাস কেড়ে নিলো
জীবনের আনন্দ।
মোবাইল তাদের নিত্য সঙ্গি
আড্ডা কিছুক্ষণ,
এ রুম ও রুম ঘুরে ফিরে
কাটায় সারাক্ষণ।
কখন হবে সব স্বাভাবিক
করোনা নিবে বিদায়,
ভাবতে ভাবতে যাচ্ছে সময়
আছি সুদিনের আশায়।
সবকিছু তো অস্বাভাবিক
আগের মতো নাই,
এমন ভাবে চলতে থাকলে
বেঁচে থাকা দায়।
স্বপ্ন দেখি, আশায় বাঁচি
হয়ে যাবে সব ঠিক,
স্কুল, কলেজ ও সব প্রতিষ্ঠান
স্বাভাবিক হবে সবদিক।