মুহাম্মদ ইমদাদ হোসেন
দেশটা আছে লকডাউনে
আব্বু আম্মু ভাই-বোনেরা
বন্ধি সবাই ঘরে,
সবার সাথে ঘরের ভেতর
এই আমিও বন্ধি আছি
করোনারই ডরে।
বন্ধ আছে ইশকুল আমার
বন্ধ সকল মাঠের খেলা
বন্ধি খেলার সাথী,
ঘরেই আমার লেখাপড়া
খেলাধুলা আহার নিদ্রায়
কাটে দিবস রাতই।
রোগ করোনায় বিশ্ব কাঁপে
আব্বু আম্মু সবাই কাঁপে
তাই আমিও কাঁপি,
মরণব্যাধি এই করোনায়
মুক্তি পেতে প্রভুর কাছে
চাই আমিও মাফি।
আল্লাহ তুমি রহম করো
এই করোনা বিনাশ করো
এই প্রার্থনা করি,
নাও তুলে নাও বলা তুমি
রক্ষা করো মানব জাতি
কেউ যেন না মরি।