কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাস থেকে ইতালির জনগণকে সুরক্ষা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার রেকর্ড পরিমাণ সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা শনিবারও অব্যাহত রয়েছে। শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২০০ জন। এদিন প্রাণ হারিয়েছে ৪৮২ জন। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছে ২৩ হাজার ২২৭ জন।
এদিন নতুন আক্রান্ত ৩ হাজার ৪৯১ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা দুই হাজার ৭৩৩ জন, যা গতকালের চেয়ে ৯৩ জন কম। দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৯২৫ বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।
তিনি বলেন, এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৪ হাজার ৭২৭ জন। ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ১৯৯ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৩৮১ জন। আজ মোট আক্রান্তের সংখ্যা ১২৪৫ জন।
লোম্বারদিয়ার প্রেসিডেন্ট আত্তিলিয়ো ফোনতানা বলেন, ইতালিতে করোনাভাইরাস আক্রমণের শুরু থেকে এ পর্যন্ত ১৫৪১ জন শিশু এ অঞ্চলে জন্ম নিয়েছে। এদের মধ্যে অনেক শিশু এবং মায়েরা করোনায় আক্রান্ত ছিল। তাদের সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে তিনি জানান।