সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক পোষ্ট দেওয়ায় মৌলভীবাজারে একজন গ্রেফতার

18

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক পোষ্ট এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে মৌলভীবাজারের সদর থেকে একজনকে আটক করেছে র‌্যাব-৯।
আটককৃত ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৩৯)। সে মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম গ্রামের মৃত-আব্দুল ওয়াহিদের পুত্র।
র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার সদর থানাধীন উত্তর মুলাইম এলাকায় সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র‌্যাব- ৯ এর অপারেশন কমান্ডার এএসপি মোঃ আনোয়ার হোসেন ও এএসপি এ কে এম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক পোষ্ট এবং শেয়ারের মাধ্যমে জনমনে সরকারের ভাবর্মুতি ক্ষুন্ন ও অবমাননা করাসহ আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করার অপরাধে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ছাতক মৌলভীবাজারের সদর থানায়ও হস্তান্তর করা হয়েছে।