প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন হাজার পিপিই দিলো অলিলা গ্রুুপ

9

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে তিনহাজার পিপিই প্রদান করেছেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।
১৫ এপ্রিল বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত অলিলা গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসব পিপিই তুলে দেন।
অলিলা গ্রুপের ডেপুটি ম্যানেজার ড্যানিয়েল দেওয়ান জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনহাজার পিপিই প্রদান করেছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের হাতে চারশত পিপিই প্রদান করেছেন।পাশাপাশি জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের প্রত্যন্ত এলাকার অবহেলিত মানুষের মাঝে ১০ হাজার খাদ্যসামগ্রীসহ মুখের মাস্ক বিতরণসহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে।
অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।