শিবগঞ্জে ছিনতাইয়ে বাধা দেওয়ায় রিকশা চালককে ছুরিকাঘাত, আটক ৩

9

 

স্টাফ রিপোর্টার

নগরীর শিবগঞ্জ এলাকায় এক মহিলাকে ছিনতাইকালে বাধা দেওয়ায় রিকশা চালককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। ঘটনার পর জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বুধবার রাত ১০টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ খাঁরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১২-৫৭৭৬) যাত্রীবেশে ছিনতাইকারীরা এক মহিলাকে ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনাটি দেখে এক রিকশা চালক এগিয়ে এসে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। ঘটনাটি দেখে স্থানীয়রা সিএনজি অটোরিকশাসহ ৩ ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ জনতার কবল থেকে ৩ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান।
এদিকে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশা চালককে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ (এসআই) শামীম আহমদ বলেন, জনতার কবল থেকে ৩ ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আটককৃত ছিনতাইকারীরা হলো- রিয়ান, শফিক ও সুমন।