স্টাফ রিপোর্টার :
যার জন্ম না হলে বাংলাদের জন্ম হতো না সেই স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সারাদেশের ন্যায় সিলেটেও একযুগে শোক র্যালী, আলোচনা সভা, মসজিদে দোয়া মাহফিল, মন্দির-গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের রাজনৈতিক, প্রশাসনিক, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পাশাপাশি সিলেটের প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায়ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করেই জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
গতকাল শনিবার সকাল থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জড়ো হন। শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করার প্রয়াসে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। সকাল ৭টার শুরুতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনিক নেতৃবৃন্দ। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও সরকারি বিভিন্ন দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনেরসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ পুস্পশ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর্যালি বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা বিকেল সাড়ে ৩টায় ও রাত ৮টায় জেলা যুবলীগের ভার্চুয়াল আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।
সিলেট বিভাগীয় কমিশনার অফিসে দোয়া মাহফিল : সিলেট বিভাগীয় কমিশনার অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফজলুল কবীর, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এছাড়াও বিভাগীয় প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদের পেশ ইমাম মোঃ আলমগীর হোসেন। পরে প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ লোকমান হোসেন মিয়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা আওয়ামী লীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় সিলেট জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা মো ছাদিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাবেক সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সাংগঠনিক হুমায়ূন ইসলাম কামাল, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদ উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রণঞ্জিত সরকার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এপতিয়ার হোসেন পিয়ার, সাবেক সংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট খোকন কুমার দত্ত, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাবেক উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সাবেক উপ-প্রচার সম্পাদ মস্তাক আহমদ পলাশ, সাবেক সদস্য এ আর সেলিম, এডভোকেট আজমল আলী, শাহিদুর রহমান শাহিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট নূরে আলম সিরাজী, সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা শমসের জামাল, আব্দুস সোবহান, মজির উদ্দিন, এড.সালেহ আহমদ হীরা, এড.আব্বাস উদ্দিন, এড.ফখরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারন সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামিম আহমদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, জেলা তাঁতীলীগের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান, আমাতুজ্জাহুরা রওশন জেবিন রুবা, শাহানুর আহমদ, সুষমা সুলতানা রুহি, সাঈদ আহমদ সুহেদ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগ গতকাল শনিবার বিকাল ৪টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর আহমদ আল কবির। আলোচনা সভায় যুক্ত হন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আশফাক আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য সাইফুল ইসলাম রুহেল, এডভোকেট মাহফুজুর রহমান, কবির উদ্দিন আহমদ, সাদ উদ্দিন আহমদ, ইফতিয়ার হোসেন পিয়ার, এডভোকেট রঞ্জিত সরকার, এমাদ উদ্দিন মানিক, ডক্টর তৌফিক রহমান চৌধুরী, জগলু চৌধুরী, সাবেক সদস্য এ আর সেলিম, এডভোকেট আজমল আলী, ময়নুল ইসলাম, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, কৃষকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামসুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাধারণ শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, জেলা তাতী লীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ।
মহানগর আওয়ামীলীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এক শোক র্যালী বের করা হয়েছে। ১৫ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৯টায় র্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে যাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে বাদ জোহর এ উপলক্ষে গাজী বুরহান উদ্দীন (র:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক র্যালীতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আসাদ উদ্দীন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, তপন মিত্র, এড. শামসুল ইসলাম, আব্দুর রহমান জামিল, জগদীশ চন্দ্র দাস, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, আজাদুর রহমান আজাদ, মোহাম্মদ জুবের খান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, বিধান কুমার সাহা ,এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন, জামাল চৌধুরী, আলম খান মুক্তি, এড. আব্দুর রকীব বাবলু, নোমান আহমদ, মুশফিক জায়গীরদার, দেবাংশু দাস মিঠু , আবুল হাসনাত বুলবুল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, এডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, রাহাত তরফদার, ইমরুল হাসান, আব্দুল আলীম তুষার, তাজ উদ্দিন খান আলম ।
ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুনেদ আহমদ শওকত, ওয়ারিছ মিয়া, মাহবুবুর রহমান মবু, সালাই বক্স, হাজী আব্দুল মতিন, এডভোকেট মোস্তাফা দেলোয়ার আজাহার, শেখ সুরুজ আলম, মুফতি খবির, চন্দন রায়, জায়েদ আহমদ খান সায়েক, শেখ সুহেল আহমদ কবীর, মানিক মিয়া প্রমুখ।
জেলা যুবলীগের শ্রদ্ধা : জাতীয় শোক দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট জেলা যুবলীগ। শনিবার আগষ্ট সকাল সাড়ে দশটায় সিলেট জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ এর নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা পরিষদের কোরআনে খতম ও দোয়া মাহফিল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে কোরআনে খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন কালেক্টরেক্ট জামে মসজিদের ইমাম মো. শাহ আলম ও ১০ জন হাফেজ কোরআনে খতম দেন। শনিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই কোরআনে খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৮টায় জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং পরিষদের সামনের গেইটে করোনা প্রতিরোধে পথচারীদের মাঝে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা পরিষদের সদস্য ভিপি শামীম আহমদ, মতিউর রহমান, আমাতুজ্জাহুরা রওশন জেবিন রুবা, শাহানুর আহমদ, সুষমা সুলতানা রুহি, সাঈদ আহমদ সুহেদ, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ, উপ-সহকারি প্রকৌশলী হাসিব আহমদ, সূর্য সেন রায়, প্রধান সহকারি দেলোয়ার হোসেন জোয়ারদার, হিসাব রক্ষক মো. নাজিম উদ্দিন, উচ্চমান সহকারি ধীরেন্দ্র কুমার সিংহ, বর্ণালী দাস, সার্ভেয়ার মফিজুর রহমান, অফিস সহকারি নীল রতন দাস প্রমুখ। জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদ কার্যালয়, জেলা পরিষদের অধীনস্ত সকল ডাকবাংলো সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন।
জেলা মহিলা আওয়ামীলীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। গতকাল শনিবার সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল সাড়ে এগার টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালমা বাসিত, সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভাকেট সালমা সুলতানা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান হেলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মাধুুরী গুণ, এডভোকেট নুরুন্নাহার, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সুষমা সুলতানা রুহি, সাহিদা তালুকদার, রোকনাসানা পারভীন প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশন : নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সিলেট সিটি করপোরেশনে। দিবস উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া রোপণ করা হয়েছে দু’টি বৃক্ষও। গতকাল শনিবার সকাল ১০টায় কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে নগর ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পরে সবাইকে নিয়ে নগর ভবন চত্ত্বরে দুটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কর কর্মকর্তা রমিজ উদ্দিন, এসেসর চন্দন দাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি : গভীর শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মারক বৃক্ষরোপণ, দোয়া মাহফিল, ভার্চুয়াল আলোচনা সভা প্রভৃতি কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসূচি পালনে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার শহরতলির বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করেন। সকাল ১১টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে হয় আলোচনা সভা। সভায় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। জাতীয় শোকদিবস পালন কমিটির আহবায়ক এবং ব্যবসা প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা সভায় সভাপতিত্ব করেন। এদিকে, জোহরের পরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচির অনুসারে শোক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে নিজ নিজ ফেসবুক গ্র“পে পোস্ট দেন ছয়টি বিভাগের বিভাগীয় প্রধানগণ। পালিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ব্যাংক অফিসার্স ক্লাব : সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক সিলেটে অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন ও মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম এর নেতৃত্বে ব্যাংক অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ক্লাব সেক্রেটারি মোজতবা রুম্মান চৌধুরীসহ ক্লাব নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ : সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বাংলাদেশ ব্যাংক, সিলেটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিষদের আহবায়ক মোজতবা রুম্মান চৌধুরী ও সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে এসময় ডিজিএম নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, এ,টি,এম আব্দুল্লাহ, পরেশ চন্দ্র দেবনাথ, মোঃ নুর আহমদ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সুভেন্দু কুমার দেব, বিনয় ভূষণ রায়, রান্টু চন্দ্র দাশ, ফাহিম মিযা, রণজিৎ চন্দ্র মালাকার, নোমান আহমদ উপস্থিত ছিলেন।
মেট্রোপলিটন পুলিশ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ই এন্ড ডি) মুহম্মদ আব্দুল ওয়াহাব, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কশিনার, অফিসার ইনচার্জ সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সিলেট জেলা পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধা এসপি এম সামছুল হক মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্য চিত্র বড় পর্দায় প্রদর্শন করা হয়। এদিকে দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং একই সাথে সকল থানার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আযয়োজন করা হয়।
সিসিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভিস এসোসিয়েশন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে এসোসিয়েশনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সিসিকের নিবার্হী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, সাধারণ সম্পাদক উপ-সহকারী প্রকৌশালী মো. ইসমাইলুর রহমান, কোধাধ্যক্ষ উপ-সহকারী প্রকৌশলী বিজিত দে, সদস্য উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল ফজল, সহ-সভাপতি মো. আব্দুস সোবহান, সহ-সভাপতি সামসুল হক, সহ-সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক আংশুমান ভট্যার্চার্জ, দপ্তর সম্পাদক দেবব্রত দাশ, প্রচার সম্পাদক জাবেরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহসিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এনামুল হক তাফাদার, সদস্য মনসুরুল হক, লিপু সিংহ, সিরাজুল ইসলাম, আহমেদ রহমান।
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় শোক দিবসের কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া মাহফিল। গতকাল শনিবার দিনের শুরুতেই জাতীয় ও কলেজ পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলণ করা হয়। এরপর সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতির জনকের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনকের জীবন ও ১৫ আগষ্ট এর স্মৃতি রোমন্থন করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। বক্তারা- ১৯৭১ এ মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭৫ এর ১৫ই আগষ্টে শাহাদাৎবরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যে সকল স্বাস্থ্যকর্মী (চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী) মৃত্যুবরণ করেছেন তাদের ত্যাগের কথাও স্মরণ করেন। বক্তব্য শেষে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের মাওলানা এবিএম লুৎফর রহমান। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু।
বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি মামুন হাসান, সিনিয়র সহ সভাপতি দুলাল হোসেন, সদস্য রেজা রুবেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফটো সাংবাদিক আজমল হোসেন, রাহেল আহমদ, পল্লব ভট্টাচার্য্য প্রমুখ।
মোল্লারগাঁও ইউনিয়ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) দুপুরে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধনা অতিথির বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সচিব সজল কুমার দে, ইউপি সদস্য হুজায়ফা চৌধুরী সুজা, মো. মকব্বির আলী, মালেকা বেগম, আওয়ামী লীগ নেতা শহিদ মিয়া, আশিক মিয়া, রেজওয়ান আহমদ, বিশিষ্ট মুরব্বি ছালেহ আহমদ, আব্দুল খালিক, মুজিব মিয়া, অফিস সহকারী লিমন দেব, শেখ সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করে মো. মতিউর রহমান খান।
মহানগর শ্রমিক লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক লীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট শনিবার বাদ জোহর সিলেট কালেক্টরেক্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট কালেক্টরেক্ট জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আলম।
কেন্দ্রীয় শ্রমিক লীগের নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, সহ-সভাপতি কয়েস আহমদ, মাওলানা সালাউদ্দিন আকরাম, মো: জামাল উদ্দিন (কাউসার জামাল), মোঃ রুবেল আহমদ, ফয়েজুর রহমান ফয়েজ, জাফর হোসেন লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ তারেক, ধ্রুব জ্যোতি দে, বদরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক জহির ইসলাম, সুবায়ের মোঃ সোহেল, মোঃ আব্দুল কাইয়ুম জুয়েল, ওমর ইসলাম ফয়সল, আজমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, খলিলুর রহমান, লোকমান হোসেন, পরিতোষ ধর পাপ্পু, জাকারিয়া আহমদ সানি, সাইফুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক সাইদুর রহমান আলী, সহ-আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক এডভোকেট মাজেদ আহমদ, সহ সম্পাদক মো: মফিজুল ইসলাম মিলন, জাবের আহমদ শাহেদ তালুকদার, রুবেল আহমদ-১, রুহুল আমিন তালুকদার, রিপন হাওলাদার, শামিউল ইসলাম, গোলাম কিবরিয়া, আনোয়ার হোসেন, ইউসুব আলী, কার্যকরী সদস্য প্রভাষক রাশেদ আহমদ রিপন, আক্তার হোসেন (২), তানভির আহমদ চৌধুরী সহ ওয়ার্ড এবং বেসিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।