স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য এসেছে অনুর্ধ-১৯ ক্রিকেট দলের হাত দিয়ে। প্রথমবার বিশ্বকাপ জেতার অবিস্মরণীয় কীর্তি গড়েছেন তারা দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুর্ধ-১৯ বিশ্বকাপে। আর তাই মর্যাদার বিশ্বকাপজয়ী সদস্যদের ভবিষ্যত সুন্দর করার লক্ষ্যে নানা পদক্ষেপই নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আকবর আলীদের জন্য জীবন বীমার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
বিশ্বকাপ ট্রফি জিতে আসার পর যুব ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করে বিসিবি এবং অনুর্ধ-২১ দল গঠন করে। চুক্তি মোতাবেক মাসে ১ লাখ টাকা করে বেতন পাবেন অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররা। এবার নতুন এক ঘটনার জন্ম দিলো বিসিবি। প্রথমবারের মতো দেশের কোন বয়সভিত্তিক দলের সবার জন্য জীবন বীমা করানো হচ্ছে। যেহেতু বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরই শুধু বীমা হয়, সেজন্য এবার সুযোগটা আকবররাও পেয়েছেন। কারণ তাদের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে বিসিবি এবং সেটাও প্রথম ঘটনা। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মতো আকবরদেরও জীবন বীমা ২৫ লাখ টাকার। কিন্তু অপ্রাপ্ত বয়স্কদের জন্য জীবন বীমা ১০ লাখ টাকার হয়। সেদিক থেকে ১৮ বছর পূর্ণ না হওয়াতে বয়সী প্রান্তিক নওরোজ নাবিল ও এসএম মেহরোব একই সুবিধা পাচ্ছেন না। তবে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে সবাই-ই চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার জন্য বাৎসরিক ৩ লাখ টাকা পাবেন। হাসপাতালে ভর্তি না হলে ৫০ হাজার টাকা পাবেন।