জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে করোনা আক্রান্ত রোগী সন্দেহে ৩৮ জনের নমুনা পাঠানো হলেও এখনো ফলাফল আসেনি। এতে দ্বিধাদ্বন্ধে রয়েছেন উপজেলাবাসী।
১২ এপ্রিল রোববার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, করোনা পরিস্থিতির আসার পর জগন্নাথপুর থেকে মোট ৩৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন ফলাফল আসেনি। তবে প্রজেটিভ হলে অবশ্যই ফলাফল এসে যেতো। এতে প্রতীয়মান হয় ফলাফল নেগেটিভ। তবুও অফিসিয়ালি কোন প্রতিবেদন না আসায় এখন কিছু বলা যাচ্ছে না।