ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০, গুরুতর ২৫

19

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে শহরের বাশখালা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাশখালা এলাকার মৃত ইসকন্দর আলীর পুত্র আজিমুল ইসলাম ও একই এলাকার মফিজ আলীর পুত্র সুন্দর আলী পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
রোববার সকালে মহল্লার রাস্তায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে আজিমুল ইসলাম ও সুন্দর আলীর মধ্যে কথা কাটা-কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে ১০ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে। পরে পুলিশ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ধন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।
প্রায় দেড়ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের ৬৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহতরা হলেন- আজিমুল ইসলাম (৬৫), ইসলাম উদ্দিন (৩৫), মোহাম্মদ আলী (২৩), জামিল আহমদ (১৫), রাসেল আহমদ (২০), আঙ্গুর মিয়া (৩৫), মান্না (১৮), তারেক (২২), আল-আমিন (২৫), নজির আলী (৬৭), গুলজার আহমদ (৫০), সেলিম (৩৫), সৈয়দ মিয়া (৩৫), সজিব (১৪), ইউনূস আলী (২৮), রহিম আলী (৫০), মইনুল হোসেন (১৮), আবেদ আহমদ (২৪), জাহিদ হাসান (২২), রেদজওয়ান (১৪), আনোয়ার হোসেন (২৯), আল-আমিন (১৯), আমির আলী (২৩), তানু মিয়া (৩৩), ইয়াসমিন বেগম (২৩)। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া মাছুম (১১), কমর আলী (৬০), জুবায়ের (৩২), আব্দুল গফফার (১৬), সামছুল হক (২৪), বাবুল আহমদ (১৫), লোকমান (২১)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পুলিশ ১০ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।