সাজিয়া ইসলাম (দিবা)
এলো বৈশাখ ধরায়,
নতুন ধানের গন্ধ নিয়ে আপন মহিমায়,
চারিদিক যখন গরমে অস্থির,
খাল বিল ফেটে চৌচির,
তখন বৈশাখ এলো করলো সব স্নিগ্ধ অনাবিল,
ফুুটছে গোলাপ, টগর বেলী আর হাসনাহেনা,
আম,জাম,কাঠাঁল,লিচু নানান ফলের মেলা,
বৈশাখ এলে পুরানো বিবাদ মিটে হায়,
মানুষে মানুষে মিল বন্ধন সৃষ্টি হয়ে যায়,
সব সাম্প্রদায়িক বাঁধা দুর হয়,
বৈশাখ সকলকে নতুন ভাবে বাঁচতে শেখায়,
বাঙ্গালী রমনী পরে লাল পার সাদা শাড়ি,
হাতে লাল চুড়ি মাথায় বেলী ফুলের মালা দিতে হয় না কভু দেরি,
সবাই মিলে যায় বৈশাখী মেলায়,
পুতুল নাচ,মুড়ি মুড়কি আর নাগরদোলায় প্রাচীন ঐতিহ্য স্বরণ করায়,
বৈশাখ তুমি ছড়িয়ো না কাল বৈশাখী তন্ডব,
খেতের ফসল আর ছোট ঘর বাড়ি ভেঙে হইও না আর বিভিষিকাময়,
তুমি এসো তোমার কল্যাণকর মহিমা নিয়ে,
সব দুর্যোগ আর মহামারির অবসান ঘটিয়ে,
থেকো যুগ যুগ ধরে, মানুষের মাঝে বন্ধন আর ভালোবাসা সৃষ্টি করে…।