স্টাফ রিপোর্টার
জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, হেফাজতে ইসলাম সিলেটে সভাপতি, প্রথিতযশা আলেম ও মুহাদ্দিস সর্বজন শ্রদ্ধেও শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজউন)। বুধবার মাগরিবের ওয়াক্তের সময় তিনি দরগাহ মাদরাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রæত তাঁকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষা করে মৃত্যু ঘোষনা করেন। মৃত্যুকালে মুফতি মুহিব্বুল হকের বয়স হয়েছিল ৭৮ বছর। জানা যায়, বুধবার দিনে কোম্পানীগঞ্জে কয়েকটি মাহফিলে হুজুর অংশগ্রহণ করেন। আছরের নামাজ এসে আদায় করেন দরগাহ মাদরাসায়। আছরের পরে হুজুর তাঁর বিশ্রামকক্ষে ছিলেন। মাগরিবের ওয়াক্তে হুজুরের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হলে সঙ্গে সঙ্গে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলেছেন- হুজুর স্ট্রোক করেছেন। বর্তমানে হুজুরের লাশ দরগাহ মাদরাসায় রাখা হয়েছে। মরহুমের নামাজের জানাজা আজ বেলা আড়াইটায় শাহী ঈদগাহ ময়দানে অনষ্ঠিত হবে।
এদিকে শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি)-এর ইন্তেকালের খবরে সিলেটের আলেমসমাজসগ ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে একনজর দেখার জন্য দরগাহ মাদরাসায় নামতে শুরু করেছে জনতার ঢল। মুহিব্বুল হক (গাছবাড়ি) সিলেটের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।