স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আমিন সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদরের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান এক যুক্ত বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফ্ফার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক জয়নাল আহমদ, ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক লিটন কুমার দাশ নান্টু, ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ সোহেল, জাকির আহমদ জেকি, ফজলে রাব্বি আহসান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি কারাগারে আটক জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপি’র সদস্য মহবুব চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, রায়হান রাজা, সুমন আহমদ, মনিরুজ্জামান মিজান, রাসেল আহমদ সহ কারাগারে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ তাদের দলীয় ক্যাডার এবং প্রশাসনের এজন্ডদের দিয়ে নাশকতা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদের উপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার নিয়মতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোন ষড়যন্ত্র সফল হবে না। বাস পুড়ানোর সাথে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের ন্যূনতম কোন সম্পৃক্ততা নেই। অথচ সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। হয়রানী নির্যাতনের মাত্রা যত বৃদ্ধি পাবে আন্দোলন ততই তীব্র থেকে তীব্রতর হবে। নেতৃবৃন্দ অবিলম্বে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাগারে আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান। বিজ্ঞপ্তি