গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৬ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবীরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৪টি মামলায় ২ লক্ষ ৫৫ হাজার ৩০০টাকা জরিমানা করা হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪ ধারায় নানু মিয়া নামে একজনকে পাহাড় কাটার অভিযোগে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪১ ধারার অপরাধে উপজেলার বাঘা ইউপির সোনাপুর বাজারে এফ রহমান মেডিসিন কর্ণারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় মেডিসিন কর্ণারের মালিক সাজ্জাদুর রহমানকে ৫ হাজার টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ২০০৫ এর ৪ (১) ধারার অপরাধে মিন্টু মিয়া নামে এক ব্যক্তিকে ১শ টাকা ও মাস্ক পরিধান না করায় দন্ডবিধি ১৮৬০ এর ৬৯ ধারায় আব্দুস শুকুর নামে ১জন কে ২শ টাকা জরিমানা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।