দুস্থ পরিবারের মধ্যে হাবিবুর রহমান হাবিবের খাদ্য সামগ্রী বিতরণ

29

যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস জনিত কারণে দেশের গরীব দিনমজুর মানুষ কর্মহীন। এ সময় সরকারের মানবিক কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে বিভিন্ন এলাকার গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মাসুক উদ্দিন, তপন চন্দ্র পাল, সোহেল আহমদ, আবু সাঈদ জুবের ছাদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ অর্থ সম্পাদক অমর ফারুক ফরহাদ, জেলা তাতীলীগের আহবায়ক ্আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শাহ ওলিদ, বদরুল আলম তুহিন, আলী আহমদ, শাহীন আহমদ, যুবলীগ নেতা লোকমান হোসেন, নিজাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আছাদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ইমন আহমদ, সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আহমদ, ছাত্রলীগ নেতা নাইম আহমদ, আল মুমিন, জাকির আহমদ, ওয়াহিদুর রহমান সামি, কামালবাজার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নিজাম আহমদ, যুগ্ম আহবায়ক আল আমিন, ফখরুল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে হাবিবের পক্ষ থেকে দুস্থ অসহায়দের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ইত্যাদি বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন গরিব অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছেন। সুবিধা বঞ্চিত মানুষের দুর্যোগময় সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি সরকারের দেয়া নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি