স্টাফ রিপোর্টার :
নিজেদের পাড়াকে করোনাভাইরাস মুক্ত রাখতে স্বউদ্যোগে নগরীর আম্বরখানা মণিপুরীপাড়াকে লকডাউন করেছে পাড়ার বাসিন্দারা। আম্বরখানা মণিপুরীপাড়া কল্যাণ কমিটির উদ্যোগে এ কাজটি বাস্তবায়ন করা হয়েছে। পাড়ার সকলেই মেনে চলছেন নিয়ম, অতিব জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না কেউ, ঠিক একই ভাবে বহিরাগতদের পাড়ায় প্রবেশ নিষেধও করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) মণিপুরীপাড়ার প্রধান ফটক এলাকায় গিয়ে দেখা গেছে, ফটকে তালা ঝুলছে। আর সেখানে সাদা রঙের কাগজে লাল রঙে বড় করে লেখা রয়েছে নির্দেশনা। তিনটি নির্দেশনার মধ্যে একটিতে ইংরেজিতে ঝঞঅণ ঐঙগঊ, ঝঞঅণ ঝঅঋঊ’ ‘লকডাউন’ ‘খঙঈকউঙডঘ’ এবং অন্য দুটিতে ‘বহিরাগত প্রবেশ নিষেধ’ এবং ‘করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলুন’ কথা লেখা রয়েছে।
স্থানীয়রা বলছেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে পাড়ার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই পাড়াকে লকডাউন ঘোষণা করেছেন। তারা সব নির্দেশনাও মেনে চলছেন বলেও জানালেন।