প্রধানমন্ত্রীর নির্দেশে গরীব ও শ্রমজীবী মানুষের পাশে এড. নাসির উদ্দিন খান

21

করোনা ভাইরাসের কারণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, শ্রমজীবী ও দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। তাঁর উদ্যোগে বুধবার অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। বিতরণ কালে নাসির উদ্দিন খান বলেন, সরকারারে পাশাপাশি সামাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। দেশের এই ক্রান্তিকালে প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষ যার যার অবস্থান থেকে অসহায় মানুষকে সহযোগিতার আহবান জানান। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতমধ্যে আওয়ামীলীগের নেতৃবৃন্দ অসহায় গরীব, দিনমজুর ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি সামাজিক দূরত্ব বজায় রাখারও আহবান জানান। ধারাবাহিকভাবে বিভিন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এডভোকে মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাবেক উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আজমল আলী, শমসের জামান, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, আওয়ামীলীগ নেতা সুদীপ দে, নেতা এডভোকেট আব্দুর রকিব বাবলু, সুয়েব আহমদ, মাসুদ হোসেন খান, যুবলীগ নেতা এবাদ খান দিনার প্রমুখ। বিজ্ঞপ্তি