বড়লেখা থেকে সংবাসদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটায় এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে স্থানীয় প্রশাসন ঝটিকা অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল এলাকায় টিলা কাটার সংবাদে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে টিলা কাটার সময় হাতেনাতে দুটি ট্রাক্টর আটক করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত ট্রাক্টর মালিক ছমর উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই অভিযান চলে। এসময় বড়লেখা থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবহনের দায়ে এক ট্রাক্টরের মালিককে জরিমানা করা হয়েছে। টিলা কাটা বন্ধে নিয়মিত এধরনের অভিযান চলবে।