সুনামগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল সহ ২ জন আটক

8

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর বাজার থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা খাদ্য সহায়তার চালসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি), আটকৃতরা হলেন শওকত আলী (৪৭) ও ডিলার বিপ্লব দাস (৪২)। আটককৃত জাতীয় পার্টির নেতা ওকত সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিধিরচর গ্রামের মৃত রমিজ উল্লাহ ও বিপ্লব একই ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বিধূ দাসের ছেলে। সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)’র একটি দল সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়মতপুর বাজার থেকে ৩০ বস্তা চালসহ তাদের আকট করে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর বাজারে সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি’র) ডিলার বিপ্লব দাসসহ শওকত আলীকে ৩০ বস্তা চালসহ আটক করে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি কাজী মুক্তাদীর আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৩০ বস্তা চাল অন্যত্র চোরাইভাবে বিক্রয়ের জন্য পাচারোর সময় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা জানান, খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল বিক্রি করে অন্যত্র পাচার করার সময় ডিলার বিপ্লবসহ একজন ক্রেতাকে পুলিশ আটক করেছে। এঘটনায় ডিলার বিপ্লবের ডিলারশীপ বাতিল করা হবে।