সময়ের মূল্য

14

শাহ্ মোঃ তাজুল ইসলাম

সঠিক সময় সঠিক কাজে
মেতে উঠো আপন সাজে
ছোট বড় সবে।
শিশু কিশোর যুবক বৃদ্ধ
কাজে কর জীবন শুদ্ধ
শান্তি পাবে তবে।

নিজের কাজকে আপন করে
করো সবাই প্রাণটা ভরে
সফল সবাই হবে।
সঠিক সময় করতে কর্ম
বিধান দিছে সবার ধর্ম
বলছেন সবার রবে।

কর্ম করতে অবহেলায়
সময় যাবে রঙের মেলায়
ধ্বংস দিকে যাবে।
সময়টা যে চলে গেলে
যাবে সবাই তোমায় ফেলে
লজ্জা শুধু পাবে।

সময়টাকে মূল্য দিয়ে
নিজের কাজটা করো গিয়ে
হবে জীবন আলো।
শরীর সবার সুস্থ থাকবে
কাজে জীবন ভালো রাখবে
মুছে যাবে কালো।