স্বাধীনতা দিবসের কবিতা

7

সাজিয়া ইসলাম (দিবা)

স্বাধীনতা তুমি মুক্ত পাখির ডানা,
ইচ্ছে মতো হারিয়ে নেই কোন মানা,

মায়ের ভাষায় কথা বলা,
বাধাহীন ভাবে পথ চলা,

নিজের অধিকার প্রতিষ্ঠা করা,
সাহসের সঙ্গে ন্যায়ে পথে থাকা,

সুজলা সুফলা সোনার দেশে,
গ্রীষ্ম,বর্ষা আর শীতের শেষে,

স্বাধীনতা এলো নতুন ধানের গন্ধে মিশে,
ভালোবাসায় ভরিয়ে দিয়ে সোনালী স্বপ্ন নিয়ে,

রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতা,
নয় সে শুধু নিছক ছেলে খেলা,

আমাদের লাল সবুজের পতাকা,
আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা,

আজকের এই মহান দিনে,
আসুন অঙ্গিকার করি সকলে মিলে,
গড়বো স্বদেশ ভালোবেসে শহীদের স্বপ্নের মতো করে,

থাকবে না আর অন্যায় অনাচার,
থাকবো সকলে ভুলে সব ব্যবধান…।