গোলাপগঞ্জে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ ঘোষণা

7

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ ২৩ মার্চ থেকে সন্ধ্যা ৭ থেকে অনির্দিষ্টকালের জন্য গোলাপগঞ্জ উপজেলার মুদি, খাবার এবং ওষুধের দোকান ছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতিত উপজেলার অন্য সকল দোকানপাট বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী বিশ্বব্যাপী বিস্তৃত নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গোলাপগঞ্জের সাধারন জনগণের নিরাপত্তার স্বার্থে উপজেলায় রবিবার সন্ধ্যা ৭ থেকে সকল বাজারের ফার্মেসী, মুদি ও খাবার দোকান ছাড়া নিত্য প্রয়োজনীয় দোকান ব্যাতিত সকল দোকানপাট থাকবে। তবে খাবারের দোকানে কেউ বসে খাবার খেতে পারবেন না। বিশেষ করে গোলাপগঞ্জ প্রবাসী অধ্যুষিত এলাকা। কিন্তু এরই মধ্যে গোলাপগঞ্জ উপজেলার বেশিরভাগ প্রবাসীরাই সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে বাজারে ঘুরাফেরা করেন। তাই জনগণের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া সকল লোকসমাগম স্থান এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গোলাপগঞ্জ উপজেলায় রবিবার সন্ধ্যা ৭ থেকে সকল বাজারের ফার্মেসী, মুদি ও খাবারের দোকান ছাড়াও নিত্য প্রয়োজনীয় দোকান বাদে অন্য সকল দোকান বন্ধ থাকবে। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পুলিশের কয়েকটি টিম এ সিদ্ধান্তকে কার্যকর করতে সকল বাজার মনিটরিং করবে।