সিলেট আওয়ামী লীগের মুজিব শতবর্ষের অনুষ্ঠানে ‘মুজিববর্ষ জাগাক হর্ষ চেতনায় বিশ্বাসে’ শ্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ।
প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং এই শিক্ষা থেকে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। আমি আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও দেশবাসীর কাছে অনুরোধ করবো তারা যেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়েন। বইটি পড়লে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বঙ্গবন্ধু একটি সোনার বাংলার স্বপ্ন দেখতেন। যে দেশে কোনো অভাব থাকবে না, কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, যে দেশ হবে উন্নত ও সমৃদ্ধ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। মাত্র ১০ থেকে ১২ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি করিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের জন্য আগামী ১০০ বছরের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ।
‘নব প্রজন্মের নব চেতনায় বঙ্গবন্ধু’ শ্লোগানকে ধারণ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিদিনই এই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নিবেদনে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ধারাবাহিক এই অনুষ্ঠানের ১২তম দিনে বুধবার (১৮ মার্চ) সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক অর্থমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ। বিকাল পাঁচটায় রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাখাওয়াত হোসেন শফিক, শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।
স্বাগত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত করেন। তিনি বলেন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের নিবেদনে অনুষ্ঠানগুলো আমরা শেষ করেছি। পরবর্তীতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদনে যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো মুজিববর্ষ চলমান থাকাকালীন সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান জামিল। গীতা পাঠ করেন সাবেক আওয়ামী লীগ নেতা সজল কুমার চৌধুরী। এর আগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্চে আগত অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন হিমাংশু বিশ্বাস, বাউল আব্দুর রহমান, বাউল সূর্য লাল। বিজ্ঞপ্তি