জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ এর আর্থিক সহযোগিতায় রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর. ডব্লিউ ডি. ও. এর মাধ্যমে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষায় অধ্যয়রত ৪০ জন ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ১৫ মার্চ রবিবার ২টায় সিলেট সদর উপজেলার লাক্কাতুরা, মালনী চড়া চা -বাগান ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের বস্তি এলাকায় জরিপের মাধ্যমে তালিকাভুক্ত করে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শতজন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাক্কাতুরা চা-বাগানের পঞ্চায়েত সভাপতি শিতু লোহার, মালনী চড়া- চা-বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর এবং সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, অধ্যাপক আবুল কালাম আজাদ, আর. ডব্লিউ. ডি. ও. এর নির্বাহী সদস্য সমিক শহীদ জাহান ও শাহজাদী খানম, নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, প্রজেক্ট অফিসার মোঃ জাহিদুল ইসলাম রশিদ, মোঃ মহসিন রেজা, আর. ডব্লিউ. ডি. ও. শিক্ষা অফিসার বাবুল কুমার সিং শিক্ষক রেবা সিনহা, স্বপ্না দেব প্রমুখ। বিজ্ঞপ্তি