শেখ একেএম জাকারিয়া
একটি ছেলে ভাষণ দিল
দারুণ ছিল যুক্তি,
সে ভাষণই আজকে হলো
বিশ্বসেরা উক্তি।
সে ছেলেটিই সকল কাজে
ছিল অনেক ঋদ্ধ,
তাঁর ভাষণে লড়াই করে
কিশোর জোয়ান বৃদ্ধ।
দীর্ঘ ন’মাস লড়াই চলে
সোনার বাংলাদেশে,
রক্তে ভেজে মায়ের ভূমি
স্বাধীন হলো শেষে।
সে ছেলেটিই শেখ মুজিবুর
সব বাঙালির মিতা,
বাংলাদেশের জন্ম দিয়ে
হলো জাতির পিতা।