হাজারতম টেস্টে জয় পেল ইংলিশরা

60

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে হাজারতম টেস্ট খেলতে নেমে জয় পেয়েছে ইংল্যান্ড। অন্যদিকে বিফলে গেল বিরাট কোহলির লড়াই। দুই ইনিংসেই ব্যাট হাতে দলের সেরা পারফর্মার হয়েও ৩১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো ভারতীয় অধিনায়ককে।
বল হাতে দ্বিতীয় ইনিংসে জ্বলে ঊঠেন অলরাউন্ডার বেল স্টোকস। ৪০ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।
২ উইকেট করে পেয়েছেন অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড। ১টি করে উইকেট পেয়েছেন স্যাম কুরান ও আদিল রশিদ।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮০ রানেই সব উইকেট হারায় ইংল্যান্ড। বল হাতে জাদু দেখানো স্যাম কুরান দলের হয়ে সর্বোচ্চ রান (৬৩) রান করেন। ফলে ভারতের সামনে ১৯৪ রানের টার্গেট দেয় ইংলিশরা। বল হাতে ভারতের হয়ে ৫ উইকেট দখল করেছেন ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ৩ উইকেট আর ২ উইকেট উমেশ যাদবের।
প্রথম ইনিংসে অধিনায়ক জো রুট (৮০) ও জনি বেয়ারস্টোর (৭০) ব্যাটে ভর করে ২৮৭ রানের স্কোর গড়ে ইংল্যান্ড। ভারতের হয়ে ৪ উইকেট দখল করেন স্পিনার অশ্বিন, ৩ উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি। আর নিজেদের প্রথম ইনিংসে বিরাট কোহলির ১৪৯ রানের বীরত্বপূর্ণ ইনিংসের উপর ভর করে ২৭৪ রান তুলে ভারত। ইংলিশদের হয়ে প্রথম ইনিংসে আগুন ঝরান তরুণ পেসার স্যাম কুরান।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট ও ব্যাট হাতে ৮৭ রান করা ইংলিশ বোলিং অলরাউন্ডার স্যাম কুরান।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২৮৭ (জো রুট- ৮০, জনি বেয়ারস্টো- ৭০, অশ্বিন ৬২/৪) ও ১৮০ (কুরান-৬৩, ইশান্ত শর্মা ৫১/৫)
ভারত: ২৭৪ (বিরাট কোহলি- ১৪৯, স্যাম কুরান ৬২/৪) ও ১৬২ (কোহলি- ৫১, বেন স্টোকস ৪০/৪)