জাফলংয়ে তিন কার্ড খেলার মূলহোতা জলিল-ফরিদ পুলিশের হাতে আটক

7

কে এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আগত পর্যটকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে ৩ কার্ড (জুয়া) খেলার মাধ্যমে টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ হাতিয়ে নেওয়া গ্রুপের মূলহোতা জলিল ও ফরিদকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই আবুল হোসেন ও এএসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে তিন কার্ড খেলার একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামিরা হলেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের জমির আলীর ছেলর জলিল মিয়া ও মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ফরিদ উদ্দিন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ ৩ কার্ড (জুয়া) খেলার সাথে সম্পৃক্ত দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন গোয়াইনঘাট উপজেলাকে মাদক ও জুয়া খেলা মুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে।
মাদক, জুয়াসহ সকল অপরাধমুক্ত গোয়াইনঘাট উপজেলা গড়তে সকল সচেতন মহলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান থানা পুলিশ।