জলমহাল…

30
হাওর কিংবা জলমহাল যেখানে থাকে পাখপাখালির কলতানে মুখর, বিভিন্ন রকমের দেশী মাছে ভরপুর থাকে সেই জলমহাল। জলমহালের প্রাণই হচ্ছে পানি কিন্তু সেই জলমহাল। শর্ত ভঙ্গ করে মাছ ধরতে ইজারাদাররা সেচ পাম্প লাগিয়ে পানি শূন্য করে ফেলছেন ধুবরিয়া জলমহালকে। ফলে পাখিরা হারাচ্ছে তাদের আহারের স্থান। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে দেশীয় মাছ থেকে। ছবিটি ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ উপজেলার মধ্যবর্তী ধুবরিয়ার হাওর থেকে তোলা। ছবি- মামুন হোসেন