সিলেট শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে সুরমা নদীর নীচ দিয়ে ট্যানেল নির্মাণ ও মেট্রোরেল চালুর দাবী

14

সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভায় সিলেট শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে ও নগরবাসীর চলাচলের সুবিধার্থে পুরাতন কীনব্রীজের পাশ দিয়ে সুরমা নদীর নীচ দিয়ে একটি ট্যানেল নির্মাণ ও সিলেট মহানগর এলাকায় মেট্রোরেল পথ নির্মাণ করে মেট্রোরেল চালুর দাবী জানানো হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভায় বক্তাগণ এ দাবী জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফোরামের সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, আবেদ আক্তার চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, সাবেক মেম্বার ইরশাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, শওকত আলী, আমীন তাহমিদ, এম এ জলিল, আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, রিয়াজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি