বিরহ ছুঁয়েছে মোরে

70

শাহিন আলম সরকার

ভালোবাসি তোরে আমি, খুব ছোট থেকে।
রেখেছি অনেক যতেœ, তোরে এই বুকে।
দিন রাত তোরে নিয়ে, কত যে ভেবেছি।
একটু দেখার জন্য, সময় গুনেছি।
কত কথা কত কষ্ট, সয়েছি নীরবে।
লোকের আড়ালে তোরে, দিয়ে গেছি সবে।
কোন দিন তোরে আমি, পারিনি ভুলতে।
তবু হৃদয় বাঁধনে, পারিনি বাঁধতে।

বুকে শুধু হাহাকার, পোড়া গন্ধ তার।
দেহে আজ হাড় শুধু, মাংস সব পর।
বিরহ ছুঁয়ে আমায়, করেছে আপন।
তাই আজ তারে আমি, দিলাম জীবন।
আজ তুই পেলি ঘর, মোরে করে পর।
শূন্য খাঁচায় আঁধার, গেলে যেন তার।