সমাজের দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ – লায়ন ডা. আজিজুর রহমান

10

লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন ডা. আজিজুর রহমান বলেছেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে হবে। গরীব ও সুধিধাবঞ্চিত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানো অনেক বড় মহৎ কাজ। আর্তমানবতার সেবায় কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সুখ নিহিত রয়েছে। এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি গত (১ জুন) শনিবার বিকেলে নগরীর স্টেশন ক্লাব মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারার সভাপতি লায়ন সামছুল আলম খানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন মেহেদী কাবুলের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ডা. হারুন আল রাশীদ দিপু, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন রুহুল আমিন চৌধুরী, এডভোকেট লায়ন গংননাথ চন্দ্রদাশ, লায়ন আমিন উদ্দিন, ফয়েজ আহমদ চৌধুরী, লায়ন ডা: এম. এস. চৌধুরী বাহার, ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন চন্দন সাহা, লায়ন আছাদুল হক আছাদ প্রমুখ। বিজ্ঞপ্তি