আহমেদ কবির
ওগো প্রভু ! মেরো না কো
কাল বৈশাখী ঝড়ে,
থরথরিয়ে কাঁপছি মোরা
শুধুই তোমার ডরে।
কাল বৈশাখী ঝড়ে প্রভু
করছে তান্ডবলীলা,
শস্য ক্ষেতে,চালার উপর
পড়ছে কঠিন শিলা।
বিকট স্বরে ডাকে মেঘে
গগন গেল ছেয়ে,
কাল বৈশাখী কালো রূপে
আসছে আবার ধেয়ে।
ঝড় দেখে এই কিছু লোকে
প্রার্থনা যে মাগে,
ভয়ানক এই ঝড় যেন গো
বহুদূরে ভাগে।
গাছের ডালা পড়ছে ভেঙে
আসছে হাওয়া ঝড়ো,
তুমিহীনা সব অসহায়
তুমি রহম কর।