ইউরোপ থেকেও বাংলাদেশ নিরাপদ ——————পুলিশ সুপার

16
গোলাপগঞ্জের কুশিয়ারা ডিগ্রি কলেজ মাঠে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গি বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, আমাদের পুলিশ বাহিনী এখন অনেক উন্নত ও দক্ষ। আগের তুলনায় পুলিশের সক্ষমতা ও দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রাখতে সক্ষম হয়েছি। মানুষ এখন নিরাপদ। কোন কোন ক্ষেত্রে ইউরোপ থেকেও এখন বাংলাদেশ নিরাপদ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করতে সরকার কাজ করছে। “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” প্রতিপাদ্যকে সামনে রেখে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নে কুশিয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গোলাপগঞ্জ মডেল থানাধীন কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দের উদ্যোগে মাদক, সন্ত্রাস জঙ্গি বিরোধী ও সম্প্রসারিত বিট পুলিশিং মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী।
তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অনেক সফলতা রয়েছে। তবে পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পরিবারের অভিভাবকদের আরো সচেতন হতে হবে তাহলেই মাদককে নির্মূল করা সম্ভব হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার মান ও পরিধি বাড়াতে হবে। জনগণ এখন তাই পুলিশকে স্বীকৃতি দিচ্ছে। পুলিশের কাজের সুনাম করছে। এটাই এখন পুলিশের জন্য ইতিবাচক দিক। একজন পুলিশের স্বপ্ন হওয়া উচিত সেবা দেয়ার মাধ্যমে জনগণের স্বীকৃতি অর্জন করা। এ লক্ষ্যে আমরা অনেক দূর এগিয়েছি।পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়ছে। এখন পুলিশে অনেক মেধাবী ও এবং ভবিষ্যতে মেধাবী ভালো ছেলেরাই পুলিশে স্থান পাবে। আশা করছি তারা পুলিশকে আরও বদলে দেবে।গতকাল শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুরাদুল্লাহ বাহারের পরিচালনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের স্বাগত বক্তব্যর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, কুশিয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিতালি দেব, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমএ মুমিত হীরা, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল কাদির, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: ফজলুর রহমান, কুশিয়ারা ডিগ্রি কলেজের সভাপতি নিহারঞ্জন দাস, শিক্ষানুরাগী ফারুক আহমদ মিছবাহ, প্রবাসীএনাম আহমদ হারুন, বাগলা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, প্রবাসী এনাম আহমদ হারুন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা-হাজী মনোহর আলী, মো: লাল মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক হারিছ আলী, ফারহান মাসউদ, সুলতান আবু নাসের, প্রবাসী আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা এম কবির উদ্দিন, শিক্ষানুরাগী মুজিবুর রহমান, এনাম মিয়া, জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ, ছাত্রলীগ নেতা আফজাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আশরাফুজ্জামান।