কিউসেটের অভিভাবক ও সুধী সমাবেশে ডেপুটি স্পিকার ॥ ধর্ম চর্চার মাধ্যমেই উগ্রতা ও জঙ্গিবাদকে সমূলে ধ্বংস করতে হবে

45
নগরীর মিরের ময়দানস্থ কিউসেট ইন্সটিটিউটে অভিভাবক ও সুধী সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, ধর্ম মানুষকে আলোকিত ও কুসংস্কারমুক্ত করে গড়ে তুলে। ধর্ম চর্চার মাধ্যমেই উগ্রতা ও জঙ্গিবাদকে সমূলে ধ্বংস করতে হবে। সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত কিউসেট ইন্সটিটিউট একটি অত্যাধুনিক, ব্যতিক্রমধর্মী, বিজ্ঞানমনষ্ক অনন্যসাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি বাস্তবসম্মত উন্নত ক্যারিয়ার গঠনের দিকেই সমান লক্ষ্য রাখা হয়। এই কারণে প্রতিষ্ঠানটিকে আমার কাছে ব্যতিক্রমধর্মী ও উন্নতমানের একটি শিক্ষা প্রতিষ্ঠান মনে হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি, নিয়ম-শৃঙ্খলা ইত্যাদি দেখে আমি মুগ্ধ। ধর্মীয় ও অত্যাধুনিক জীবনবাদী শিক্ষার প্রসারেও প্রতিষ্ঠানটি নিরলসভাকে কাজ করে যাচ্ছে।
গত বুধবার রাতে মিরের ময়দানস্থ কিউসেট ইন্সটিটিউটের অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠান পরিদর্শনে তিনি বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতি বছরের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অডিটফার্ম থেকে অডিটকৃত হিসাব আমি দেখেছি। অত্র প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নিয়ম মাফিক সংরক্ষণ ও স্বচ্ছতার বিষয়টি আমার ভালো লেগেছে।
কিউসেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন কিউসেটের সাধারণ সম্পাদক শাহজাহান কাওসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেটের ডিআইজি কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আসলাম উদ্দীন, বিশেষ পুলিশ সুপার (পিবিআই) হুমায়ুন কবীরসহ সিলেট মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নানা স্তরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি