চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না – যুগ্ম সচিব আজম খান

40
সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কণ্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: আজম খান।

‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটেও প্রথমবারের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়েছে। সিলেটের সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর দপ্তর, সিভিল সার্জন অফিস, পরিবার পরিকল্পনা বিভাগ, এনজিও, সমাজকর্মী, সিলেট নগরীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতে স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাল মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আজম খান। সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও সিলেটের সিভিল সার্জন ডা.হিমাংশু লাল রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আজম খান বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে ধৈর্য্য। মানুষকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। নিজের ভেতরের মেধা বুদ্ধিকে কাজে লাগাতে হবে। মানুষের মাঝে স্বাস্থ্য সম্পর্কিত পুরোপুরি জ্ঞান পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এজন্যে প্রচুর পরিশ্রমের সাথে কাজ করে যেতে হবে। এ স্বাস্থ্য সেবা প্রদান করার পুরো মনমানসিকতাকে ধারণ করে এবং সারা বছর পালন করে গেলে স্বাস্থ্যের মানসম্মত ঘাটতি কমে আসবে এবং সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার অঙ্গিকার থাকতে হবে।
সিলেট বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট বিভাগের (স্বাস্থ্য) পরিচালক ডা. দেবপদ রায়। মাওলানা শোয়াইবুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও সিলেট সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিকের গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আব্দুল জলিল বড় ভূইয়া, সিলেট বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) দপ্তর ও সহকারী পরিচালক এ.কে.এম.আব্দুস সুবহান, সিভিল সার্জন অফিসের ডিপুটি সিভিল সার্জন ডা. নূরে আলম শামীম, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর দপ্তরের সহকারি পরিচালক ডা. মো. আনিসুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট জেলা প্রতিনিধি ডা. মিশাল চন্দ্র পাল, মেডিকেল অফিসার ডা. মো. মঈনুল আহসান প্রমুখ। বিজ্ঞপ্তি