গোয়াইনঘাটে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ॥ শিক্ষিত জাতি দেশের সম্পদ

10

গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নে বড়নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার (১৬ ফেব্র“য়ারি) বিকাল ৩টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি রহিম উদ্দিন রহমের সভাপতিত্বে ও বড়নগর সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন সুলতানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ফতেহপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাষ্টার নজরুল ইসলাম, বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মো. ইসলাম আলী, শাহজালাল (রহ.) নুরানী মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন, যুবলীগ নেতা মাসুক উদ্দিন, বিছনাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহিয়া, প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, শিক্ষিকা শামীমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, শিক্ষিত জাতি দেশের সম্পদ। মাতৃভাষার মাধ্যমে স্বাধীনতার সূচনা হয়েছিল। এবং সেটা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সাধারণ জনগণ সম্পৃক্ত হয়ে গণবিপ্লবের মাধ্যমে ভাষার অধিকার প্রতিষ্ঠিত হওয়ার কারনে আজ আমরা মায়ের ভাষার মর্যাদা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। তাই আমরা আন্তর্জাতিক মাতৃভাষা আজ পৃথিবীর সব দেশে পালিত হচ্ছে। বিজ্ঞপ্তি