সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র জনসমক্ষে তুলে ধরতে প্রচারণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি। তিনি ১১ ফেব্র“য়ারি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-৫নং কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান এ.এফ.এম আবু তাহের, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হোসাইন আহমদ, কুড়ারাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শামীম আরা বেগম শেলী, আমনিয়া-২নং স:প্রা: বিদ্যালয়ের দাতা সদস্য রুফসানা বেগম ও কুড়ারবাজার স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক নতœজিৎ রায়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ তাজ উদ্দিন। উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি আরও বলেন-বর্তমান সরকার কর্তৃক সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং প্রযুক্তিতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। দেশের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে সরকার কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শেষে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি