সিলেটে বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার নব গঠিত বন্যা পরিস্থিতি মনিটরিং কমিটি বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। গতকাল সিলেট সদর উপজেলার মোগলগাঁও, লামা নোয়াগাও কান্দিগাঁও ইউনিয়নের চামাউড়াকান্দি, জালালাবাদ ইউনিয়নের নোয়াগাঁও, খাসেরগাঁও, আলীনগর, কালারুকা, রায়ের গাও, দাবাদাকান্দি, মানসীনগর কালিরগাঁও, হাটখোলা ইউনিয়নের বড়কাপন, নন্দিরগাঁও, দখড়ি, কালেঙ্গারপার, বড়ফৌদ, উমাইরগাঁও ঝৈনকারকান্দি, পাটিমুরা,বারঘর এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর, জুগিরগাঁও, দুর্গাপুর, শিবপুর বৃষ্ণপুর, পুটামারা, তেলিখাল ইউনিয়নের টাইয়াপাগলা, দেখাতিবাডড়, দলইরগাও প্রভৃতি এলাকা পরিদর্শন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনিটরিং কমিটি সিলেটের উক্ত এলাকা সমুহের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, উক্ত এলাকা সমুহের শিক্ষা প্রতিষ্ঠান, নীচু এলাকার কিছু কিছু বাড়ি ঘরের ছাদের টিন পর্যন্ত তলিয়ে গেছে। এ সব এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দিনমজুর শ্রমিকরা রোজি-রোজগার বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন। কৃষকদের ক্ষেত খামার পানির নীচে তলিয়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। মাছের খামার, পোল্ট্রি ফার্মের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ খাবার পানির সমস্যা দেখা দিয়েছে। পরিদর্শন টিম বন্যার্তদের সাহায্যে সরকার এবং বেসরকারী বিভিন্ন দাতা, সংগঠন- সংস্থা কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবী মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসাইন, সিলেট সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুলতান খান, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক, সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমান, সিলেট মহানগরীর সাবেক কাউন্সিলর পদ প্রার্থী ফয়জুল হক, জালালাবাদ ইউনিয়নের সভাপতি সমর আলী, প্রভাষক খলিলুর রহমান, সিলেট একে নিউজ বেতার শ্রোতা ক্লাবের সেক্রেটারি নাসির উদ্দীন, সিলেট সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম ফাহাদ, পুটামারা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সহিদ ,কান্দিগাঁও ইউনিয়ন ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুল মালেক প্রমুখ। বিজ্ঞপ্তি