মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির
যতই করো অবহেলা
তবু আমি হারবো না,
সময় পেলে লিখে যাবো
লিখা কভু ছাড়বো না।
অন্য লিখা বন্ধ হলেও
ছড়া লিখা বন্ধ নয়,
একটা ছড়া লিখা হলেও
দিনটা আমার শুদ্ধ হয়।
আমি হলাম ছড়ার পাগল
ছড়া হলেই ঠিক থাকি,
ছড়ার লোভে প্রতিদিনই
কাছে ডাকি ফুল পাখি।
ছড়া শুধু নয় শিশুদের
আমি বলবো সবখানে,
ছড়া দিয়ে কড়া জবাব
পাইছে যে জন সে জানে।
ছড়ায় মজা ছড়ায় তিতা
ছড়ায় ঝাঁলটক মিষ্টি,
তাইতো আমি দিনে-রাতে
করবো ছড়ার সৃষ্টি।