কবির কাঞ্চন
বছর ঘুরে একুশ এলে
সাহস জাগে মনে
অপার সুখে হয় মিতালি
বাংলা ভাষার সনে।
ভাই হারানোর গান গেয়ে যাই
ফেব্রুয়ারির দিনে
ছেলেহারা মা’র চোখের জল
বাংলা ভাষা চিনে।
সালাম জব্বার রফিক আরো-
কতো অজানা ভাই
বুকের তাজা রক্ত ঢেলে
শহীদের সম্মান পায়।
একুশ দিলো প্রেরণা মনে
একুশ দিলো আশা
আমার ভাইরা জীবন দিয়ে
নিলো ভালোবাসা।
যতোদিন রবে এই বাংলা
বিশ্বজগৎ মাঝে
পরম শ্রদ্ধায় স্মরিব তাঁদের
সকাল বিকাল সাঁঝে।