ঢাকা দক্ষিণে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

18

কাজিরবাজার ডেস্ক :
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে গত শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণের এক হাজার ১৫০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ চলে।
ভোট গ্রহণ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল আসতে শুরু করে। শনিবার রাতে রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
এবার ঢাকা দক্ষিণে ৭৫টি সাধারণ কাউন্সিলর পদে ৩২৬ জন এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করেছেন।
ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে বিজয়ীরা :
ওয়ার্ড- ১ : মো. মাহবুবুল আলম (আওয়ামী লীগ), ওয়ার্ড ২ : আনিসুর রহমান সরকার (আওয়ামী লীগ) , ওয়ার্ড ৩: মাকসুদ হোসেন মহসীন (আওয়ামী লীগ) ওয়ার্ড-৪ : মো. জাহাঙ্গীর হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫ চিত্তরঞ্জন দাস (আওয়ামী লীগ) ওয়ার্ড-৬: সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৭ : সামসুল হুদা (বিএনপি), ওয়ার্ড-৯ : মো. মোজাম্মেল হক (আওয়ামী লীগ), ওয়ার্ড-১১ : মির্জা আসলাম আসিফ (বিএনপি), ওয়ার্ড-১২ : মামুনুর রশিদ শুভ্র ওয়ার্ড-১৪ : ইলিয়াসুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৫ : রফিকুল ইসলাম বাবলা (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৬: নাসিম আহমেদ, ওয়ার্ড-২২ : জিন্নাত আলী (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৩ : মকবুল হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৪ : মোকাদ্দেস জাহিদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৬ : হাসিবুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৭ : ওমর বিন আজিজ (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৮ : কামাল উদ্দিন (স্বতন্ত্র), ওয়ার্ড-২৯ : জাহাঙ্গীর বাবুল (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩০ : ইরফান সেলিম (স্বতন্ত্র)।
ওয়ার্ড-৩১ : জুবায়ের আদেল (স্বতন্ত্র), ওয়ার্ড-৩২ : আ. মান্নান (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৩ : আলাল হোসেন (স্বতন্ত্র), ওয়ার্ড-৩৪ : মো. মামুন (স্বতন্ত্র), ওয়ার্ড-৩৭ : মো. আব্দুর রহমান মিয়াজী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৮ : আহমেদ ইমতিয়াজ মন্নাফী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৯ : রোকন উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪০ : আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪১ : সারোয়ার আলো (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪২ : মো. সেলিম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪৪ : মো. নিজাম উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪৯ : বাদল সরদার (বিএনপি), ওয়ার্ড-৫০ : মাসুম মোল্লা (আওয়ামী লীগ)। ওয়ার্ড-৫১ : কাজী হাবিবুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড ৫৩ : মীর হোসেন মীরু(বিএনপি), ওয়ার্ড ৫৮ : সফিকুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড ৫৯ : আকাশ কুমার ভৌমিক (আওয়ামী লীগ), ওয়ার্ড ৬০ : আনোয়ার হোসেন মজুমদার (স্বতন্ত্র), ওয়ার্ড- ৬১: জুম্মন মিয়া (বিএনপি), ওয়ার্ড -৬২: মোস্তাক আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড ৬৩ : শফিকুল ইসলাম খান দিলু (আওয়ামী লীগ) ওয়ার্ড-৬৪ : মাসুদুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-৬৫ : সামসুদ্দীন ভূইয়া (আওয়ামী লীগ), ওয়ার্ড-৬৬ : মতিন সাউদ (স্বতন্ত্র), ওয়ার্ড-৬৭ : মো. ইব্রাহীম, ওয়ার্ড-৬৮ : মাহমুদুল হাসান (আওয়ামী লীগ), ওয়ার্ড-৬৯ : সালাউদ্দিন আহমেদ (স্বতন্ত্র)। ওয়ার্ড- ৭০ : মো. আতিকুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড- ৭১: মো. খায়রুজ্জামান (আওয়ামী লীগ), ওয়ার্ড- ৭২ : শফিকুল ইসলাম শামীম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৭৩: মো. শফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৭৪: মো. আজিজুল হক, ওয়ার্ড- ৭৫: মো. আকবর হোসেন (বিএনপি)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের যারা জয়ী :
২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ফারজানা ইসলাম বিপ্লবী, ৫, ৬ ও ৭ নম্বর মহিলা ওয়ার্ডে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদা শমশের, ১৩, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে সৈয়দা রোকসানা ইসলাম চামেলী, ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শিরীন গাফফার, ২৪, ২৫, ২৯ নম্বর মহিলা ওয়ার্ডে দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সাবিনা পারভীন, ৩৪, ৩৮ ও ৪১ নম্বর ওয়ার্ডে ৩৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিনুর বেগম, ৩৯, ৪০ ও ৪৯ নম্বর মহিলা ওয়ার্ডে বর্তমান মহিলা কাউন্সিলর লাভলী চৌধুরী, ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডে দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য নাসিমা আহমেদ এবং ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাহিদা বেগম জয়ী হয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপির যারা জয়ী :
২৭, ২৮ ও ৩০ নম্বর মহিলা ওয়ার্ডে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদিকা সামসুন নাহার ভূইয়া, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য নাসরিন রশিদ পুতুল এবং ৩৫, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডে সুরাইয়া বেগম জয়ী হয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে স্বতন্ত্র যারা জয়ী :
৬৪, ৬৫ ও ৬৬ নম্বর মহিলা ওয়ার্ডে মাহফুজা আক্তার এবং ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর মহিলা ওয়ার্ডে নিলুফা নির্বাচিত হয়েছেন।