নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতে ৭০ লাখ মানুষের মানববন্ধন

13
Protesters attend a rally against a controversial extradition law proposal in Hong Kong on June 9, 2019. - Hong Kong witnessed its largest street protest in at least 15 years on June 9 as crowds massed against plans to allow extraditions to China, a proposal that has sparked a major backlash against the city's pro-Beijing leadership. (Photo by DALE DE LA REY / AFP)

কাজিরবাজার ডেস্ক :
ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে কেরালা রাজ্যের প্রায় ৭০ লাখ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রবিবার দেশটির প্রজাতন্ত্র দিবসে কেরালার উত্তরে কাছারগদ শহর থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত ৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণ করে রাজ্যের জনগণ।
মানববন্ধনের আয়োজন করে কেরালার ক্ষমতাসীন দল লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)।
এর আগে কেরালায় সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের বিরুদ্ধে বিধান সভায় নাগরিকত্ব বিলের প্রতিবাদে প্রস্তাব পাস হয়।
মানববন্ধনে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ লাখো মানুষ অংশগ্রহণ করেন।
পিনারাই বিজয়ন বলেন, ‘যাঁরা এই মানববন্ধনে অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। থেমে থাকা বা নীরব থাকার সময় এটি নয়। আমাদের সংবিধান পরিবর্তনের সব চেষ্টা প্রতিহত করতে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।’
সর্বশেষ ২০১৬ সালের ২৯ ডিসেম্বর নৈরাজ্যের প্রতিবাদে এমন মানববন্ধনের আয়োজন করেছিল এলডিএফ।
মানববন্ধনে অংশ নেওয়া উল্লাস নামের এক তরুণ বলেন, ‘সংবিধানের জন্য ও সংবিধান সুরক্ষার জন্য আমি এখানে এসেছি। কেউ যদি সংবিধান পরিবর্তনের চেষ্টা করে, আমরা কঠোর হাতে তা প্রতিহত করব।’
অভিনেত্রী সংগীতা মোহন বলেন, ‘জাত, ধর্মবিশ্বাস বা ধর্মের ভিত্তিতে যাদের অবজ্ঞা করা হচ্ছে, আমি বিশ্বাস করি, তাদের পাশে দাঁড়ানো আমরা দায়িত্ব। এই আমাদের ভারত এবং আমি সবার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।’
হিজাব পরা এক মুসলিম নারী বলেন, ‘আমরা এখানে রাজনীতির জন্য আসিনি। কোনো দলের কথা বলতে আসেনি। ভারতেই আমরা বাঁচব এবং মরব।’