সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
কবিতা হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে সাহিত্য আড্ডা সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের উদ্যোগে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য আড্ডার উদ্বোধন করেন পোয়েট্স ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান মো. আশরাফুর রহমান চৌধুরী। ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গীতিকার আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গীতিকার মনির উদ্দিন নুরী, গীতিকার আলতাব আলী, সাংবাদিক ঋষিকেশ রায় শংকর, গীতিকার বাউল আল-হেলাল, গীতিকার মতিউর রহমান, ছড়াকার শামসুল হক, কবি কামাল আহমদ, কবি সিরাজুল হক, কবি ধ্রুব গৌতম, কবি শাহীনা জালালী পিয়ারা, গীতিকার নির্মল কর জনি, কবি শফিক বিন হারুন ও কবি শাহীদ আলীসহ স্থানীয় সংস্কৃতিসেবীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোককবি যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত, মরমি কবি হাছন রাজা, গানের সম্রাট কবি কামাল পাশা (কামাল উদ্দিন), বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ রচিত গান পরিবেশন করা হয়।